মেহেরপুর সদর উপজেলার শুভরাজপুর গ্রামের সাবেক ইউপি সদস্যর বাড়ী ভাঙ্গাকে কেন্দ্র করে জেলা পরিষদের সদস্য ইমতিয়াজ আহমদ মিরন ও সাবেক ইউপি সদস্য মজনু গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৮ জন আহত হয়েছে।
শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে সাবেক ইউপি সদস্য মজনু গ্রুপের শাহাদত হোসেন, আহসান হাবীব, কুদ্দুস আলী, জাকির হোসেন,জুল হোসেন, ইদ্রিস আলী, মানিক হসেন এবং আব্দুল মতিনকে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরে আহত শাহাদাত হোসেন এর অবস্থা অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।
স্থানীয়রা জানান, জেলা পরিষদের সদস্য ইমতিয়াজ আহমদ মিরন জেলা পরিষদ থেকে ৭ লক্ষ টাকা বরাদ্দ নিয়ে গ্রামে ড্রেন সহ একটি রাস্তা নির্মানের ঠিকাদারি নিয়েছেন। রাস্তা নির্মানের জন্য রাস্তার জমি মাপা-যোগের সময় সাবেক ইউপি সদস্য মজনুর বাড়ির মধ্যে কিছু আংশ রাস্তায় জায়গা। ঐ জমি উদ্ধারের জন্য জেলা পরিষদের সদস্য মিরন ও তার লোকজন দেশী অস্ত্র নিয়ে মজনু মেম্বারের বাড়ি ভাংচুর করে। পরে মজনু মেম্বারের লোকজন বাড়ী ভাংচুরের প্রতিবাদ করায় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে ।
সংবাদ পেয়ে আতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় ইমতিয়াজ আহমদ মিরন ও তার লোকজন সাংবাদিকদের লাঞ্চিত করে মোবাইল কেমেরা ছিনিয়ে নেয়। পরে পুলিশের হস্তক্ষেপে মোবাইল ক্যামেরা ফিরিয়ে দেয়।
আতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম জানান, সরকারি রাস্তা উদ্ধারের জন্য যথা যথ প্রতিষ্ঠান রয়েছে। কেউ নিজে হাতে আইন তুলে নিতে পারবেনা।