মেহেরপুর থেকে জাহিদ মাহমুদঃ মেহেরপুরে দুটি মোটরসাইকেলেরর মুখোমুখি সংঘর্ষে ২ জন আহতের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত ৯ টার দিকে জেলার বারাদি বাজার শাহজালাল মোড়ে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, বারাদি বাজার কলাইডাঙ্গা গ্রামের হামিদুলের ছেলে সোহাগ (২৬) ও চুয়াডাঙ্গার দৌলোদিয়ার নুরু ইসলামের ছেলে জুয়েল রানা (২১) । প্রত্যাক্ষদর্শীরা জনান, সোহাগ দোকানের হালখাতা উপলক্ষে ফুল কেনার জন্য মেহেরপুর যাওয়ার উদ্দেশ্যে বাহির হয়েছিল। বারাদি বাজারে পৌছালে সংঘর্ষের শিকার হয় তারা। ঘটনাস্থলে মেহেরপুর ফায়ার সার্ভিস এবং স্থানীয় বারাদি ক্যাম্প পুলিশ পৌছে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য মেহেরপুর সদর হাসপাতালে পাঠায়। সেই সাথে মোটরসাইকেল দুটি স্থানীয় বারাদি ক্যাম্প পুলিশের হেফাজতে নিয়ে যায়।