রবিবার, ০২ এপ্রিল ২০২৩, ০৯:১৭ পূর্বাহ্ন

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত-১, আহত-৩
মেহেরপুর থেকে জাহিদ মাহমুদঃ / ১৭২ ভিউ
সর্বশেষ আপডেট : রবিবার, ০২ এপ্রিল ২০২৩

মেহেরপুরের মুজিবনগরে মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে ইয়াহিয়া(৫০) নামের ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি নিহত হয়েছে।

আহতরা হলো মুজিবনগর উপজেলার পুরোন্দপুর গ্রামের মৃত হাফিজুর রহমানের ছেলে রাব্বি(২১), রোস্তম আলীর ছেলে সজীব(২১) ও গাংনী উপজেলার চাঁদবিল গ্রামের হামিদুল ইসলামের ছেলে সাগর(১৮) হয়েছে।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) রাত ৯ টার দিকে সদর উপজেলার আমঝুপি বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইয়াহিয়া কুষ্টিয়া মিরপুর উপজেলার আমলার গোলাম হোসেন ছেলে।

স্থানীয়রা জানা যায়, চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের বেপরোয়া গতিতে তিনজন মোটরসাইকেল আরোহী এসে সরাসরি ঔষধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি ইয়াহিয়াকে সজোরে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই ইয়াহিয়া নিহত হন। পরে ওই মোটরসাইকেল আরোহী তিনজন সেখান থেকে পালিয়ে যান। প্রাথমিকভাবে জানা গেছে নিহত ব্যাক্তি কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলায় বাসা। তিনি দীর্ঘদিন মেহেরপুরে থানা পাড়ায় ভাড়া বাসায় থাকতেন।

মেহেরপুর সদর থানার ওসি শাহ-দারা-খান পিপিএম জানান, বিষয়টি শুনেছি ঘটনাস্থলে,পুলিশ পাঠানো হয়েছে, নিহতের লাশ উদ্ধার করে, মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরো জানান,আহত তিনজনকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেছে স্থানীয়রা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category
জনপ্রিয়
সর্বশেষ