মেহেরপুরের মুজিবনগরে ০৫গ্রাম হেরোইনসহ শাওন আলী(৩৭) নামের এক মাদক কারবারীকে আটক করেছে জেলা ডিবি পুলিশ।
শুক্রবার দুপুরে তাকে আটক করে।আটককৃত শাওন আলী উপজেলার দারিয়াপুর গ্রামের ঘোষপাড়ার খোকন আলীর ছেলে।
মেহেরপুর জেলা ডিবি পুলিশের ওসি জুলফিকার আলী জানান, মেহেরপুর দারিয়াপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই(নিঃ) রুবেল এএসআই(নিঃ) হেলাল উদ্দিন ও এএসআই(নিঃ)ইব্রাহিম বিশ্বাস সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ০৫ গ্রাম হেরোইনসহ শাওনকে আটক করে।
আটককৃত শাওনের বিরুদ্ধে মজিব নগর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। তিনি আরো জানান, আটককৃত শাওনের বিরুদ্ধে ইতিপূর্বে আরো একটি মাদক মামলা রয়েছে।