শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ০৯:৫১ অপরাহ্ন

মোংলায় এক ফোন কলেই পাওয়া যাচ্ছে শেখ রাসেল অক্সিজেন ব্যাংকের সেবা
পারভেজ খান মোংলা প্রতিনিধি ঃ / ৫২০ ভিউ
সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৪ মার্চ ২০২৩

দেশের সকল স্থানের মত করোনার ভয়াবহ পরিস্থিতি মোংলাতেও বিরাজমান । এমতাবস্থায় করোনা আক্রান্তদের অক্সিজেনের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে । অক্সিজেনের অভাবে ইতিমধ্যেই অনেক রোগী মৃত্যুবরণ করেছেন । করোনা আক্রান্তদের অক্সিজেনের অভাবে যেন কেউ এমন অসহায় মৃত্যু না হয় এজন্যই মোংলায় প্রতিষ্ঠিত হয়েছে শেখ রাসেল অক্সিজেন ব্যাংক। মোংলা পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ মোঃ কামরুজ্জামান জসিম এটির প্রতিষ্ঠাতা। ইতিমধ্যেই প্রায় ১৫ টি অক্সিজেন সিলিন্ডার দিয়ে শেখ রাসেল অক্সিজেন ব্যাংকের কার্যক্রম পরিচালনা হচ্ছে। প্রতিদিনই কোন না কোন জায়গা থেকে (০১৭১০২৬০৫৬৫) এই নাম্বারে ফোন আসে অক্সিজেনের জন্য এবং অক্সিজেন ব্যাংকের প্রতিষ্ঠাতা শেখ মোঃ কামরুজ্জমান জসিম নিজেই অক্সিজেন সিলিন্ডার বাড়িতে পৌঁছে দিয়ে আসেন । তার কাছে এই কার্যক্রমের বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, “আমি নিজে করোনাকালীন সময় মানুষের জন্য কাজ করতে গিয়ে করোনা আক্রান্ত হয়েছিলাম এবং তখন অক্সিজেনের জন্য মানুষের হাহাকার আমার হৃদয় কে বারবার কষ্ট দিয়েছে। আমি সুস্থ হলে আমার মোংলাবাসীর জন্য এমন একটি অক্সিজেন ব্যাংক তৈরি করব যাতে কেউ অক্সিজেনের অভাবে মৃত্যুবরণ না করেন” । এক সুবিধাভোগীর কাছে এমন উদ্যোগ সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন , সরকারি হাসপাতালে ভর্তি না হলে অক্সিজেন পাওয়া যায় না কিন্তু শেখ রাসেল অক্সিজেন ব্যাংকের ফোন দিলে তারা বাসায় অক্সিজেন পৌঁছে দেন এতে আমাদের রোগীদের জন্য তৎক্ষণাৎ সেবা পাওয়া যায় ।

আপনার মতামত লিখুন :

One response to “মোংলায় এক ফোন কলেই পাওয়া যাচ্ছে শেখ রাসেল অক্সিজেন ব্যাংকের সেবা”

  1. Anthony biswas says:

    Many many thanks boss

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category
জনপ্রিয়
সর্বশেষ