বুধবার, ২২ মার্চ ২০২৩, ০১:৩০ অপরাহ্ন

মোংলায় কন্যার ধর্ষণ মামলায় পিতা কারাগারে
পারভেজ খান মোংলা প্রতিনিধি / ২৯০ ভিউ
সর্বশেষ আপডেট : বুধবার, ২২ মার্চ ২০২৩
বাবা মানে হাজার সকাল আমার বিকেল বেলা ,বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা ” গানটির মর্মতা যেন কিছু মানুষের জন্য আজ সন্দিহান হয়ে গেছে । নৈতিকতা অবক্ষয়ে
মোংলায় নিজ কন্যা সন্তানকে ধর্ষনের অভিযোগে লম্পট পিতাকে আটক করেছে পুলিশ। রোববার গভীর রাতে পাঁচ সন্তানের জননী আপন মেয়েকে ধর্ষনের অভিযোগে মামলা দায়ের করায় অভিযান চালিয়ে পুলিশ তাকে আটক করে। সোমবার দুপুরে লম্পট বাবাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
থানার মামলা সুত্রে ও পুলিশ জানায়, মোংলা পোর্ট পৌর শহরের মোর্শেদ সড়ক এলাকার নুরুল ইসলামের বাড়ীতে আব্দুল হক হাওলাদার তার মেয়েকে নিয়ে ভাড়া থাকতেন। মেয়ের স্বামী আসাদ শেখ খুলনায় দিন মজুরি কাজ করেন। গত ৩০ জুলাই রাত সাড়ে ১২ টায় স্বামীর অনুপস্থিতে তার বাবা আব্দুল হক হাওলাদার মেয়ের রুমে ঢুকে জোরপূর্বক ধর্ষণ করেন। পরের দিন রাতে আবারও একই ঘটনা ঘটাতে গেলে মেয়ে চিৎকার করলে বৃদ্ধ বাবা তার নিজ রুমে চলে যান।
পরে মানষিক যন্ত্রণায় এ ঘটনা তাদের বাড়ীওয়ালা নুরুল ইসলামকে জানালে ধর্ষণের শিকার মেয়েকে নিয়ে থানায় অভিযোগ দায়ের করে এবং মামলা রুজু করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। পরে এ মামলার সুত্রধরে বাবা আব্দুল হক হাওলাদারের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ২ আগষ্ট দিবাগত রাত সাড়ে ১২ টায় ধর্ষণ মামলা নেয় পুলিশ। এরপর এদিন রাতেই পৌর শহরের সিগনাল টাওয়ার এালাকার তার এক আত্নীয়ের বাড়ি থেকে ধর্ষক লম্পট পিতা আঃ হক (৫৫)কে পুলিশ আটক করে। পরে সোমবার দুপুরে বাগেরহাট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয় বলে জানায় পুলিশ। নির্যাতনের শিকার মেয়ে পাঁচ সন্তানের জননী, তার গ্রামের বাড়ি বাগেরহাটের জেলার শরনখোলা উপজেলার বানিয়াখালী গ্রামে বলে জানা গেছে। স্বামীর সাথে পারিবারিক সমস্যা থাকায় গত দুই মাস পুর্বে বাবার বাড়ি চলে আসলে মেয়েকে নিয়ে মোংলায় বাসা ভাড়া করে বসবাস করতেন আঃ হক হাওলাদার।
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category
জনপ্রিয়
সর্বশেষ