নায়ক রাজ রাজ্জাক অভীনিত ” বাবা কেন চাকর ” ছায়াছবির দৃশ্যপট এখন অধিকাংশ বাংলার ঘরে । দিনদিনই বাড়ছে বয়স্কদের প্রতি অবহেলা । কেবল যেন বোঝা হয়ে আছে বৃদ্ধ আবাল বনিতারা ।
মোংলায় ইতিমধ্যেই করোনার ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে । প্রতিদিনই গড়ে প্রায় ৫০ শতাংশ মানুষ করোনা পজিটিভ হচ্ছে । এর মধ্যে আবার ৬০-৭০ শতাংশ বয়স্ক মানুষ , যাদের কিনা মৃত্যু সয্যায় অবস্থায় হাসপাতালে আনার পর দ্রুত মৃত্যুবরণ করছেন । অনেকেই আবার বাসায় অবস্থান করেই মারা যাচ্ছেন । বয়স্কদের প্রতি অবহেলাই এর মূল কারণ ।
মোংলায় করোনা উপসর্গ নিয়ে শুক্রবার তিনজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুইজন হাসপাতালে আসার পর এবং একজন হাসপাতালে আনার আগে পথে মারা যান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার অমিতাভ সরকার জানান, উপজেলার চাঁদপাই ইউনিয়নের ব্রাক্ষ্মণমাঠ এলাকার নিমাই বিশ্বাসের (৭৫) করোনা পরীক্ষা করানোর জন্য তার পরিবারের লোকজন তাকে শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। কয়েকদিন ধরে তিনি করোনা উপসর্গ নিয়ে অসুস্থ হয়ে বাড়ীতে ছিলেন। শুক্রবার তার শারিরীক অবস্থার মারাত্মক অবনতি দেখে তার পরিবার হাসপাতালে আনেন। কিন্তু হাসপাতালে আনার পর করোনা পরীক্ষা করানোর আগেই সাড়ে ১০ টার দিকে তিনি মারা যান।
এছাড়া উপজেলার সোনাইলতলা ইউনিয়নের উলুবুনিয়া গ্রামের ফজল হক (৮০) কে শুক্রবার দুপুর ১টার দিকে করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে আনেন তার পরিবার। করোনা পরীক্ষা করানোর আগেই তিনিও মারা যান ।