মোংলা উপজেলার স্বনামধন্য বিদ্যাপীঠ বঙ্গবন্ধু মহিলা কলেজ সরকারিকরণের প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর মধ্যে দিয়ে এই জনপদের নারী শিক্ষার উন্নয়নে এক ধাপ এগিয়ে গেল মোংলার নারীরা। শিক্ষার মান উন্নয়নে বঙ্গবন্ধু মহিলা কলেজের সুনাম রয়েছে । স্থানীয় জনগণ ব্যাপক উচ্ছাস প্রকাশ করেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন, খুলনা সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক এবং তার সহধর্মিণী বাগেরহাট 3 আসনের সম্মানিত সংসদ এবং বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপমন্ত্রী জনাব বেগম হাবিবুন নাহার এর প্রতি । তারা বলেন , এই অঞ্চলের মানুষের উন্নয়নের জন্য তারা সব সময় সবোর্চ্চ চেষ্টা করেন। প্রজ্ঞাপনে বলা হয়, ‘সরকারি কলেজ শিক্ষক ও কর্মচারী আত্তীকরণ বিধিমালা-২০১৮’ এর আলোকে বাগেরহাট জেলার মোংলা উপজেলাধীন ‘বঙ্গবন্ধু মহিলা কলেজ’ গত ২২ মে থেকে সরকারি করা হলো।