২০০৫ সালে ১৭ আগষ্ট সারা দেশে ৬৩ টি উপজেলায় একযোগে জঙ্গি সংগঠন জেএমবি বোমা হামলার প্রতিবাদে মোংলা উপজেলা ও পৌর আওয়ামীলীগের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।
মোংলা পৌর আওয়ামী লীগের সম্মানিত সভাপতি ও পৌর মেয়র জনাব শেখ আঃ রহমান এর সভাপতিত্বে প্রতিবাদ সভায় উপস্থিত বক্তারা জঙ্গিবাদ দমনে সরকার প্রধান জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে যেন এদেশ কখনো জঙ্গি তৎপরতা চালাতে না পারে সে জন্য সবাই কে সদা জাগ্রত থাকার আহ্বান জানিয়েছেন ।
মোংলা পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ মোঃ কামরুজ্জামান জসিম এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জনাব ইব্রাহিম হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি জনাব ইস্রাফিল হাওলাদার ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন , পৌর যুবলীগের সাধারণ সম্পাদক শেখ আল মামুন , স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মিজান তালুকদার , পৌর ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ পারভেজ খান , ছাত্রলীগ নেতা রুবেল খান ,সহ পৌর ও উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা ।
উক্ত প্রতিবাদ সমাবেশে সিরিজ বোমা হামলায় নিহত ও পৌর যুবলীগের সভাপতি এসএম কবিরের পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয় এবং দোয়া অনুষ্ঠিত হয় ।