মাগুরা জেলার মহম্মদপুরের অন্তরগত মৌশা গ্রামের গোলাবাড়ি এলাকায় যোবায়ের সর্দার (২১) নামের এক যুবক পিতার কাছে মটর সাইকেল চেয়ে না পেয়ে অবশেষে আত্বহত্যার পথ বেছে নিয়েছে। পারিবারিকসূত্রে জানা যায়, যোবায়ের তার পিতার নিকট বেশ কয়েকদিন ধরে একটি আর এম থ্রি নতুন মেটরসাইকেল কিনে দেবার কথা বলছিল। বাবা তাৎক্ষনিক ভাবে কিনে না দেবার কারনে বাবার উপর অভিমান করে শনিবার তার নিজ মুরগির খামার থেকে বিষপান করে। তাকে উদ্ধার করে প্রথমে মহম্মদপুর হাসপাতালে পরে ফরিদপুর এবং অবস্থা গুরুতর হওয়ায় ঢাকা নেয়া হলে চিকিৎসারত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সে আজ রোববার সকাল ৯ টায় সে মারা যায়। যোবায়ের মৌশা গোলাবাড়ি এলাকার মিজানুর রহমানের ছেলে।