কুমিল্লার দাউদকান্দি উপজেলার পৌরসভার নিজ বাসভবনে ‘খন্দকার ভিলায়’ চলছিল স্থানীয় বিএনপি নেতাদের ঈদ পুর্নমিলনী সভা ও শুভেচ্ছা বিনিময় সভা।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ও সাবেক মন্ত্রী ড.খন্দকার মোশাররফ হোসেন।
সকাল সাড়ে ১১ টায় যুবলীগ ও ছাত্রলীগের ব্যানারে বিএনপি’র অন্যতম বিএনপি’র স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড.খন্দকার মোশাররফ হোসেনকে ‘দাউদকান্দিতে অবাঞ্চিত ‘ ঘোষণা করে একটি মিছিল বের করে।
এতে অনাঙ্ক্ষিত ঘটনার আভাস টের পেয়ে তিনি পুলিশি সহায়তায় দুপুর সোয়া ১২ টায় দাউদকান্দি বিশ্বরোড হয়ে তিতাস উপজলার উদ্দেশ্যে রওনা দেন।