জানাগেছে, গাঁজা চাষী মো: আজিজ খান (৩২), পিতা- মৃত ছিটু খান , সাং-রামকান্তপুর, থানা ও জেলা-রাজবাড়ী।
জানা যায়, একটি কাঁচা গাঁজার গাছ, যাহার ডাল, পালা, পাতা, শাখা, প্রশাখাসহ গাঁজার গাছের উচ্চতা ০৮ ফিট, ওজন ৬৫০ গ্রাম, মূল্য অনুমান ১৬,৫০০/- টাকাসহ গাঁজা চাষী মো: আজিজ খান
কে গ্রেফতার করে রাজবাড়ী থানার অফিসার ফোর্স।
এ সংক্রান্তে রাজবাড়ী থানায় মামলা রুজু করা হয়েছে।