অভিযানে, আসামী ১। তারু মন্ডল (৩২), পিতা- মিরাজ মন্ডল, আসামী ২। মীর কাশেম ফকির (৩২), পিতা- আব্দুল আজিজ ফকির, আসামী ৩। মজনু মন্ডল (৪৫), পিতা- আজিজ মন্ডল, উভয় সাং- বড় সাওরাইল, থানা- কালুখালী, জেলা- রাজবাড়ীদের কে ০১ টি দোনলা বন্দুক ও ০১ টি একনলা বন্দুক ও ০২ টি তাজা কার্তুজ সহ আটক করে।
এ সংক্রান্তে কালুখালী থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।