জানা যায়, রাজবাড়ি সদর উপজেলা ৭নং শহীদ ওহাবপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডে রামপুর গ্রামে শহীদ মানিক মিয়ার ছেলেদের জমি দখল করে ঘর উঠানোর চেষ্টা করে। একিই গ্রামের মোঃ আবু হারেজ গাজী।
এ ব্যাপার নিয়ে মৌখিক ভাবে ও এলাকায় গন্যমান্য মানুষের মাধ্যমে নির্দেশ করার পরেও বিবাদী পক্ষ ঘরের ভিটা ও সিমেন্টের খুটি বসায়।
এ ব্যাপার নিয়ে রাজবাড়ী সদর থানায় অভিযোগ করলে,পুলিশ সদস্যরা এসে কাজ বন্ধ করে দেয়, এবং কোট ওই জায়গায় উপর ১৪৪ ধারা জারি করে।
এ বিষয়ে জমির মালিক, গোলাম হোসেন ফরিদ বলেন,
আমি শহীদ পরিবারে ছেলে হইয়াও, আমার পিতার কিনা সম্পত্তি ও আমার নিজ নামে বি,এস রেকর্ড হওয়ার পরেও আমি ভোগ করতে পরতেছিনা, তাই মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় জেলা প্রশাসক, ও মাননীয় জেলা পুলিশ সুপার কাছে আকুল আবেদন, আমি যেন ন্যায় বিচার পাই। ও আমার জমি যেন ভোগ করতে পারি।