রবিবার, ০২ এপ্রিল ২০২৩, ০৮:২৩ পূর্বাহ্ন

রাজবাড়ীর বানিবাহ সাবেক চেয়ারম্যানকে গুলি করে হত্যা
টি এম এম আলমগীর আল আরাফ রাজবাড়ী জেলা সংবাদদাতা / ২১০ ভিউ
সর্বশেষ আপডেট : রবিবার, ০২ এপ্রিল ২০২৩

রাজবাড়ীর বাণিবহ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি, ও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং এবার আওয়ামীলীগের সম্ভব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ আব্দুল লতিফ (৫৭)কে গুলি করে হত্যা করেছে দূর্বৃত্তরা।

জানা যায়,আঃ লতিফ একই ইউনিয়নের মহিষবাতান গ্রামের মৃত আসির উদ্দিনের ছেলে।

আব্দুল লতিফের স্ত্রী শেফালী বেগম জানিয়েছেন, গত বৃহস্পতিবার রাত ১২টার দিকে রাজবাড়ী সদর উপজেলার বানিবহ বাজার থেকে মোটরসাইকেলে বাড়ীর উদ্দেশ্যে রওনা হন লতিফ। বাড়ীর কাছাকাছি পৌছতেই দূর্বৃত্তরা পূর্বপরিকল্পিত তার গতিরোধ করে এবং বুকসহ শরীরের বিভিন্ন স্থানে ৪টি গুলি বর্ষণ করে। ওই সময়ই স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানেও অবস্থার অবনিত হয়ে তাকে রাজধানী ঢাকা নিয়ে যাওয়ার চেষ্টাকালে মানিকগঞ্জ এলাকায় মারা যায়। শুক্রবার সকালে মরদেহ রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে আসা হয়।

আব্দুল লতিফের স্ত্রী’র দাবী আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে পূর্ব পরিকল্পিত ভাবে চিহ্নিত দূর্বৃত্তরা তার স্বামীকে হত্যা করেছে। তিনি এ হত্যার সুষ্ঠু বিচার এবং হত্যাকারীদের গ্রেপ্তারের দাবী জানান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category
জনপ্রিয়
সর্বশেষ