রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনের জমিতে জেলা ও দায়রা জজ কর্তৃক অবৈধভাবে মার্কেট নির্মাণ এবং আইনজীবীদের উপর হামলার ঘটনায় অভিযুক্ত বিচারের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টার দিকে রাজবাড়ী সাধারণ আইনজীবি পরিষদের ব্যানারে জেলা বার এসোসিয়েসন প্রাঙ্গনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময়,মানববন্ধনে সাধারণ আইনজীবি পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এ্যাড ওমর আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা বার এসোসিয়েশনের সভাপতি এ্যাডঃ স্বপন কুমার সোম, রিটকারী ও সাবেক সাধারণ সম্পাদক এটিএম মোস্তফা মিঠু, সহকারী পাবলিক প্রসিকিউটর এ্যাডঃ খান মোঃ জহুরুল হকসহ অন্যান্যরা।