রাজবাড়ী বালিয়াকান্দি উপজেলায় মোঃ সোহেল
সেক নামে ৮০০গ্রাম গাজাসহ গ্রেফতার করেছে ।
জানা যায় ০৩/০৯/২০২১ইং রাত ০৮.২০ ঘটিকায় সময় গোপন সংবাদের ভিত্তিতে এসআই জাহাঙ্গীর মাতুব্বর, এএসআই মোঃ মেহেদী হাসান, এএসআই মোঃ সামদ মোল্লা সঙ্গীয় ফোর্সসহ রাজবাড়ী বালিয়াকান্দি উপজেলার থানাধীন শহীদ নগর মন্টু স্টোরের সামনে বহরপুর টু রাজধরপুর গামী পাকা রাস্তার উপর হইতে আসামী ০১। মোঃ সোহেল শেখ(২৬), পিতাঃ মোঃ হামিদ উদ্দিন শেখ, সাং-শহীদ নগর থানা-বালিয়াকান্দি, জেলা- রাজবাড়ী, তার কাছ থেকে ৮০০(আটশত) গ্রাম গাঁজা, (মূল্য-২৪,০০০/- টাকা) গ্রেফতার করা হয়েছে।
এ বিষয়ে মামলা রুজু প্রক্রিয়াধীন।