রাজবাড়ী জেলা শহরের,পোদ্দারের পুকুর চালা জামে মসজিদ এলাকায় অভিযান চালিয়ে জেলা গোয়েন্দা শাখার সদস্যরা মোঃ রবিউল ইসলাম (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস জানিয়েছেন, রবিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তেতে জেলা গোয়েন্দা শাখার, এস আই নিজাম উদ্দিন, এএসআই মোঃ মেহেদী হাসান ও এএসআই সামাদ সহ সঙ্গীয় পুলিশ সদস্যরা পোদ্দারের পুকুর চালা জামে মসজিদের উত্তর পাশের রাস্তার উপর অভিযান পরিচালনা করে। সে সময় রবিউল ইসলামকে গ্রেপ্তার করার পাশাপাশি ৮০ হাজার টাকা মূল্যের ৮২ পুড়িয়া হেরোইন উদ্ধার করে।
এ ঘটনায় রাজবাড়ী সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।