রাজবাড়ী সদর উপজেলার সুলতানপুর ৩শত, বসন্তপুর ৪শত এবং শহীদওহাবপুরের ৩ শত জন শীতার্থের হাতে কম্বল তুলে দিয়েছেন, সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী।
শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত ওই সব বিতরণী কার্যক্রম পরিচালনা করা হয়।
এই সব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী।
এ সময় অনুষ্ঠান গুলোতে উপস্থিত ছিলেন, যুবলীগ যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন সিকদার, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাকিবুল হাসান পিয়াল, গোয়ালন্দ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, সুলতানপুরের সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, বসন্তপুরের চেয়ারম্যান জাকির হোসেন, শহীদওহাবপুরের চেয়ারম্যান নুর মোহাম্মদ ভুইয়াসহ আওয়ামীলীগের নেতারা।