রবিবার, ০২ এপ্রিল ২০২৩, ০৮:৫৪ পূর্বাহ্ন

রাজাপুরের ঠাকুর বাড়ির ঠাকুর মশাইয়ের আরোগ্য কামনায়
আবু সায়েম আকন, রাজাপুর(ঝালকাঠি) প্রতিনিধিঃ / ২২৭ ভিউ
সর্বশেষ আপডেট : রবিবার, ০২ এপ্রিল ২০২৩

সর্বজন শ্রদ্ধেয়, সদাহাস্যজ্বল, সদালাপী, শিক্ষক হিসেবে রয়েছে তার অনেক সুনাম, যাকে তার কাছের মানুষজন গান পাগলা বলেও সম্মোধন করে কখনো কখনো। এ যেন আপাদমস্তক একজন ভালো মানুষের উদাহরণ। সনাতন ধর্মাবলম্বী এই মানুষটির ধর্মের উপরেও রয়েছে অনেক জানাশোনা। তিনি সুস্থ থাকলে ঠাকুর হিসেবে তার নামই মনোনয়ন করেন রাজাপুর বাজার পূজা উৎযাপন কমিটি।

বলছিলাম রাজাপুর উপজেলার বাইপাস মোড় সংলগ্ন ঠাকুর বাড়ির বাসিন্দা শহীদ কেদারেশ্বর চক্রবর্তীর সন্তান, রাজাপুর সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসর প্রাপ্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবু শৈলেন্দ্র নারায়ণ চক্রবর্তী স্যারের কথা।

সবার প্রিয় এই ব্যক্তি কিছুদিন যাবত বার্ধক্যজনিত কারনে নিজ ঘরে অবস্থান করছে। শরীরে দানা বেধেছে হরেক রকমের রোগ। বর্তমানে তিনি শয্যাশায়ী।

তাইতো এই গুনি ব্যক্তির জন্য তার পরিবার এবং শুভাকাঙ্ক্ষীরা দোয়া চেয়েছেন সকলের কাছে। হাসি মাখা মুখখানা নিয়ে তিনি যেন খুব তারাতারি ফিরে আসতে পারে সবার মাঝে। শতবর্ষী হোক আমাদের প্রিয় স্যার এই কামনা রাজাপুর বাসীর।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category
জনপ্রিয়
সর্বশেষ