ঝালকাঠির রাজাপুরে পারিবারিক কলহের জেরে রিমা আক্তার রুমা (২৬) নামে এক গৃহবধুর বিষপানে রহস্যজনক মৃত্যু হয়েছে। রবিবার বিকাল ৫টার দিকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রুমা উপজেলার ২ নং শুক্তাগড় ইউনিয়নের কেওতা গ্রামের মো. মোস্তাফা হাওলাদারের স্ত্রী ও পারগোপালপুর গ্রামের আব্দুল হালিম হাওলাদারের ছোট মেয়ে। রুমা মারা যাওয়ার পর থেকে রুমার স্বামী মোস্তাফা পলাতক রয়েছে।
নিহত রুমা আক্তারের দুলাভাই মো. আনোয়ার হোসেন জানায়, রুমার বাবার বাড়িতে বসে জমি নিয়ে দুইদিন পূর্ব রুমা ও মোস্তফার মধ্যে কথা কাটাকাটি হয়। ঘটনার দিন রবিবার রুমা তার বাবার বাড়ি থেকে কেওতা গ্রামে স্বামীর বাড়িতে যায়। দুপুরে মোস্তফা মোবাইল ফোনে জানায় রুমা বিষ পান করেছে। বিকাল ৩টার দিকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে রুমাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে বরিশাল পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তবে কেন বিষ পান করেছে তা নির্দিষ্ট করে বলতে পারেনি।
রাজাপুর থানা অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম বলেন, বরিশাল কোতোয়ালী থানায় প্রথমে একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হবে।