শিশুটির মামা রাকিব হোসেন জানায়, নিজ বাড়ির সামনে খেলা করতে গিয়ে নিখোঁজ হয় নুসরাত। অনেক খোঁজাখুজি পরে বিকালে বাড়ির পাশে ডোবার পানি থেকে শিশুটির মরদেহ স্বজনরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। বিকাল সাড়ে ৫টার দিকে নিজ বাড়িতে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়।