শিবচরে পাঁচ্চর হইতে মাদবরের চর হাটে যাওয়ার রাস্তার বেহাল অবস্থা। প্রায়ই চার কিলো রাস্তা জুড়ে চলাচলের বেহাল অবস্থা
আর এই অবস্থার জন্য দায়ী ৫০০ ফুট বালু বহন কারী ৬ চাক্কার বড় গাড়ি গুলো। যেই গাড়ীর জন্য আজ রাস্তার এই বেহাল অবস্থা। এর জন্য চরম ভোগান্তির মুখোমুখি হচ্ছে সাধারণ জনগণ। আর প্রতি নিয়তই ছোট গাড়ি গুলো দুর্ঘটনা কবলে পড়ছে। তাই মাদবরের চর ইউনিয়ন বাসীর প্রশাসনের নিকট একটাই দাবি। যাতে করে দ্রুত এই গাড়ি গুলো বন্ধ করে দেওয়া হয়।