নাটোরের লালপুরে করোনায় সহ উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু ও ৬৬ জন আক্রান্ত হয়েছে । বুধবার ৭ জুলাই রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাধ্যমে এ তথ্য জানা গেছে ।
গত ২৪ ঘন্টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাধ্যমে ১৭৭ জনের রক্তের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করার জন্য নাটোর সিভিল সার্জন অফিসে পাঠানো হয় । রক্তের নমুনা পরীক্ষা ও নিরীক্ষা করে ৬৬ জনের পজিটিভ এসেছে। অন্যদিকে নাটোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনায় আক্রান্ত হয়ে লালপুরের মজিবুর রহমান (৬৫) নামের একজন ও উপসর্গ নিয়ে খলিলুর রহমান (৬৫) নামের একজন ও ৮ জুলাই সকাল সাড়ে ছয়টায় করোনা পজিটিভ নিয়ে লালপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিলমাড়ীয়া ইউনিয়নের ইসাহক আলী (৯০) নামে মৃত্যু হয়েছে বলে জানা গেছে ।
এবিষয়ে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ একে এম সাহাবুউদ্দিন করোনায় আক্রান্তর বিষয়টি সত্যতা স্বীকার করে বলেন, জেলা প্রশাসক মহোদয় মৃত্যুর বিষয়টি জানিয়েছেন ।