বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ০১:৩৪ পূর্বাহ্ন

লালপুরে সুষ্ঠ ভোটে বিদ্রোহীদের ঝড়ে নৌকা কুপোকাত; প্রশংসায় ভাসছে প্রশাসন
এস ইসলাম, নাটোর জেলা প্রতিনিধি।  / ২৩২ ভিউ
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩

নাটোরের লালপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ায় সাধারণ মানুষের প্রশংসায় ভাসাছে নাটোরের ডিসি শামীম আহমেদ, পুলিশ সুপার লিটন কুমার সাহা, লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মুল বানীন দ্যূতি, উপজেলা ভূমি কর্মকর্তা শাম্মী আক্তার, লালপুর থানার অফিসার ইনর্চাজ ফজলুর রহমান,সংবাদকর্মী সহ প্রশাসনের কর্মকর্তাগন। ২৮ নভেম্বর অনুষ্ঠিত হওয়া লালপুরে নির্বাচনে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও নিরপেক্ষ ফলাফল ঘোষণায় খুশি তারা। বহুদিন পর মানুষ এমন সুন্দর পরিবেশে ভোট অনুষ্ঠিত হতে দেখলো লালপুর বাসী।

নাটোরের লালপুর গ্রাম ও হাট বাজার থেকে শুরুকরে শহরের চা স্টল সব জায়গাতেই এখন সুষ্ঠু নির্বাচন নিয়ে আলোচনা। প্রশাসনের কর্তাব্যক্তিদের প্রতিজ্ঞা ভোট নিয়ে কথাবার্তা এবং বাস্তব ফলশ্রুতি নিয়ে সাধারণ মানুষের প্রশংসা সব মিলিয়ে হারিয়ে যাওয়া ভোটের ঐতিহ্য ফিরে এসেছে বলে মনে করছেন স্থানীয়রা।

এমনকি যারা ভোট গ্রহণের সঙ্গে জড়িত ছিলেন এমন মানুষরও প্রত্যাশা করেন নি এতটা সুষ্ঠু ও সুন্দর নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। নাম প্রকাশে অনিচ্ছুক নির্বাচন সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান ভোটের প্রতি মানুষের বিশ্বাস উঠে গিয়েছিল। এবারের নির্বাচন মানুষের আস্থা ফেরাতে কাজ করবে। একসময় যারা ভোট কারচুপি এবং পেশিশক্তির নির্বাচন নিয়ে গলা ফাটাতেন তারাই এখন কথা বলছেন উল্টো সুরে।

লালপুর উপজেলার একাধিক বয়স্ক মুরব্বি  ভোটারদের বলতে শোনা গেছে, ডিসি এসপি যে কথা বলেছিলো প্রথম তা বিশ্বাস করতে পারিনি। কিন্তু ভোটের পর আমাদের ধারণা পাল্টে গেছে। দোয়া করি আল্লাহ যেন তাদের ভালো করেন, হেদায়েত দান করেন।

উল্লেখ্য, গতকাল লালপুর এবং বাগাতিপাড়া উপজেলার ১৫টি ইউনিয়নে নৌকা ৫টি, আওয়ামী লীগ বিদ্রোহী ৬টি এবং বিএনপি (স্বতন্ত্র) ৪টিতে বিজয়ী হয়েছে। বাগাতিপাড়া উপজেলার ৫টি ইউনিয়নে দুটি নৌকা, দুটি বিএনপি এবং একটিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জয়লাভ করেছে।

লালপুরে ১০টি ইউনিয়নে বিজয়ীরা ১নং লালপুর ইউনিয়ন মোঃ আবু বক্কর সিদ্দিক পলাশ, আঃ লীগ মনোনীত (নৌকা প্রাপ্ত ভোট -৬৮৯৭) নিকটতম প্রতিদ্বন্দ্বী আ’লীগ বিদ্রোহী মনোয়ার হোসেন নান্টু (ঘোড়া প্রাপ্ত ভোট ৫৭৭৪), নিকটতম প্রতিদ্বন্দ্বী আ’লীগ বিদ্রোহী তায়েজ উদ্দিন (আনারস প্রাপ্ত ভোট ৩৫৮৩), ২নং ঈশ্বরদী ইউনিয়নে বিএনপি সমর্থিত আব্দুল আজিজ ( ঘোড়া প্রাপ্ত ভোট ৬৮৩২) নিকটতম প্রতিদ্বন্দ্বী আ’লীগ মনোনীত (নৌকা প্রাপ্ত ভোট ৬১৭০), ৩নং চংধুপইল ইউনিয়ন মোঃ রেজাউল করিম, আঃ লীগ মনোনীত (নৌকা প্রাপ্ত ভোট ১৩০৫২) নিকটতম প্রতিদ্বন্দ্বী আ’লীগ বিদ্রোহী (ঘোড়া প্রাপ্ত ভোট ৩৬৪০), ৪নং আড়বাব ইউনিয়নে আঃ লীগের বিদ্রোহী মোখলেছুর রহমান (ঘোড়া প্রাপ্ত ভোট ৬০৮০) নিকটতম প্রতিদ্বন্দ্বী আ’লীগ মনোনীত (নৌকা প্রাপ্ত ভোট ৩৯১৪), ৫নং বিলমাড়িয়া ইউনিয়নে বিএনপি সমর্থিত মোঃ ছিদ্দিক আলী মিষ্টু (ঘোড়া প্রাপ্ত ভোট ৪৮৬৫) নিকটতম প্রতিদ্বন্দ্বী আ’লীগ বিদ্রোহী (আনারস প্রাপ্ত ভোট ৪৮৫২), আ’লীগ মনোনীত পারভিন আক্তার বানু (নৌকা প্রাপ্ত ভোট ১৫১৪), ৬নং দুয়ারিয়া ইউনিয়নে আঃ লীগ মনোনীত মোঃ নুরুল ইসলাম (নৌকা প্রাপ্ত ভোট ৫৫৮৩), নিকটতম প্রতিদ্বন্দ্বী আ’লীগ বিদ্রোহী আতাউর রহমান জার্জিস (ঘোড়া প্রাপ্ত ভোট ৪১৬৮), বিএনপি সমর্থিত ইসমাইল হোসেন (মোটরসাইকেল প্রাপ্ত ভোট ৩৬৩৪), ৭নং ওয়ালিয়া ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহী মোঃ নুরে আলম সিদ্দিকী (ঘোড়া প্রাপ্ত ভোট ৯৪৮০) নিকটতম প্রতিদ্বন্দ্বী আ’লীগ মনোনীত আনিছুর রহমান (নৌকা প্রাপ্ত ভোট ৮৩৩৮), ৮নং দুড়দুড়িয়া ইউনিয়নে আঃ লীগের বিদ্রোহী মোঃ তোফাজ্জল হোসেন তোফা (আনারস প্রাপ্ত ভোট ৬১২৫ ) নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত আবুল কালাম আজাদ (ঘোড়া প্রাপ্ত ভোট ৪৪৯৪), আ’লীগ মনোনীত আব্দুল হান্নান (নৌকা প্রাপ্ত ভোট ৩৮৯৯), ৯নং অর্জুনপুর বরমহাটি ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহী মোঃ গোলাম মোস্তফা আসলাম (আনারস প্রাপ্ত ভোট ৫৮২০) নিকটতম প্রতিদ্বন্দ্বী আ’লীগ মনোনীত (নৌকা প্রাপ্ত ভোট ৩০৯২), ১০নং কদিমচিলান ইউনিয়নে আঃ লীগের বিদ্রোহী মোঃ আনছারুল ইসলাম (ঘোড়া প্রাপ্ত ভোট  ৮২২০), আওয়ামিলীগ মনোনীত (নৌকা প্রাপ্ত ভোট ৩৯৭৯)।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category
জনপ্রিয়
সর্বশেষ