নাটোরের লালপুরে পুলিশ স্কুল ব্যাগ থেকে ছয় কেজি গাঁজা সহ একজনকে আটক করেছে। আটক সাজবুল ইসলাম (৩৫) কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার মহিষকুন্ডি মাঠপাড়ার আবুল কাশেমের ছেলে।
লালপুর থানার এসআই হুমায়ন কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় ওসি তদন্ত আবু সিদ্দিকের নেতৃত্বে উপজেলার ডেবরপাড়া পাকু মন্ডলের পুকুর পাড়ে মাদককেনা বেচার সময় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী সাজবুলকে আটক করা হয়। এ সময় তার দুই সহযোগী দৌলতপুরের আক্তারুল ইসলাম ও লালপুরের সিদ্দিক পালিয়ে যায়। পরে আটক সাজবুলের সাথে থাকা ফ্রি ফায়ার লেখা স্কুল ব্যাগ থেকে ছয় কেজি গাঁজা জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য চার লাখ ৮০ হাজার টাকা। এ ঘটনায় লালপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। লালপুর থানার ওসি তদন্ত আবু সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।