নাটোরের লালপুরে জুয়ার আসর থেকে ১৮ জুয়াড়ী–কে আটক করেছে র্যাব ও পুলিশ সদস্যরা।
শনিবার ১২ সেপ্টেম্বর রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫,সিপিসি-২ নাটোর ক্যাম্পের র্যাব এর একটি অপারেশন দল উপজেলার লালপুর ত্রীমোহিনী চত্বরে এক মার্কেটে অভিযান চালিয়ে তাদেরকে হাতে নাতে আটক করে। এসময় নগদ টাকা ও মোবাইল ফোন সহ জুয়া খেলার সরাঞ্জম জব্দ করে র্যাব সদস্যরা বলে জানা গেছে।
আটককৃতরা হলো,উপজেলার উত্তর লালপুর গ্রামের পলান চন্দ্র সরকারের ছেলে পলাশ কুমার সরকার (২৬),লালপুর সদর বাজারের মোরশেদ আলমের ছেলে আসিফ মোরশেদ (২৫),রামকৃষ্ণপুর গ্রামের আমীর হোসেনের ছেলে আলমগীর হোসেন (২৫), মজের উদ্দিন সরদারের ছেলে শিমুল ইসলাম (২৭), আনছার আলীর ছেলে আসলাম আলী (৩২) ও মার্কেটের মালিক বাদশা পিঞ্জির নেওয়াজের ছেলে রাসেল কবির (২৬)কে আটক করে র্যাব সদস্যরা।এছাড়া রবিবার ভোর রাতে উপজেলার শিবপুর ঘোষপাড়া গ্রামে লালপুর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ১২ জন জুয়াড়ী–কে হাতে নাতে আটক করে আদালতে প্রেরণ করেছে বলে জানা গেছে।
এবিষয়ে লালপুর থানার ওসি ফজলুর রহমান বলেন, রবিবার ১২ সেপ্টেম্বর আটককৃত ১৮ জনকে আদালতে পাঠানো হয়েছে।