বুধবার, ২২ মার্চ ২০২৩, ০৩:২৬ অপরাহ্ন

লোহাগড়ায় কৃষককে কুপিয়ে হত্যা, গ্রেফতার ১
মোঃ শাহীনুজ্জামান, নড়াইল প্রতিনিধি: / ১৯৮ ভিউ
সর্বশেষ আপডেট : বুধবার, ২২ মার্চ ২০২৩

নড়াইলের লোহাগড়ায় নওশের শেখ (৬৪) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (২২ অক্টোবর) দুপুরে লোহাগড়া উপজেলার সরুশুনা গ্রামের ধানক্ষেতে হত্যা কান্ডের এ ঘটনা ঘটেছে। ঘটনার সাথে জড়িত সন্দেহে সরুশুনা গ্রামের ফারুক শেখ (৩৫) নামের এক যুবককে ওইদিন বিকেলে চরশামুকখোলা গ্রাম থেকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, নওশের শেখ শুক্রবার দুপুরে বিলের মধ্যে ধানের পরিচর্যা করছিলেন। এ সময় অভিযুক্ত ফারুক শেখ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নওশেরকে ধারালো অস্ত্র (হাসুয়া) দিয়ে মুখসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। বিভিন্ন সুত্র জানা গেছে ফারুকের সঙ্গে নওশের শেখের তেমন কোনো শত্রæতা ছিল না।
এলাকাবাসী জানান, অভিযুক্ত ফারুক শেখ বিভিন্ন পেশার মানুষের সঙ্গে প্রায়ই তর্কবির্তকে জড়িয়ে যেতেন। কোনো কারণ ছাড়াই লোকজনকে মারধর করতেন।
এ ব্যাপারে লোহাগড়া থানার ওসি শেখ আবু হেনা মিলন জানান, ফারুক মানসিক সমস্যাগ্রস্থ বলে দাবি করেছে তার পরিবার। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category
জনপ্রিয়
সর্বশেষ