বুধবার, ২২ মার্চ ২০২৩, ০৩:২৭ অপরাহ্ন

শীতের কম্বল বিতরণ
শাহিন আলম গাজীপুর প্রতিনিধি / ১৫১ ভিউ
সর্বশেষ আপডেট : বুধবার, ২২ মার্চ ২০২৩
গাজীপুরের শ্রীপুর উপজেলার টেংরা নছর উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অসহায় দরিদ্র শীতার্তদের মাঝে আনুষ্ঠানিকভাবে শীতার্তদের মাঝে শতাধিক শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৫ জানুয়ারি) বিকাল চারটায় মানব হিতৈষী সংগঠন সদয় এ শীত বস্ত্র বিতরনের আয়োজন করে। সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে শীতবস্ত্র হিসেবে উন্নত ও মানসম্পন্ন কম্বল বিতরণ করা হয়।

সংগঠনটির সদস্য তেলিহাটি ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম মাহমুদের সভাপতিত্বে মিলন রব এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তেলিহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল বাতেন সরকার, বিশেষ অতিথি হিসেবে ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, ইউনিয়ন আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আমিনুল হক, ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য আইনুল হক, ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শাহাবুদ্দিন বেপারী, সাংবাদিক মোক্তার হোসেন, আব্দুল্লাহ আল মামুন, মনির হোসেন, আব্দুস সালাম, শাহজাহান, বোরহান উদ্দিন, জাহাঙ্গীর আলমসহ সংগঠনের নেতাকর্মীরা।

মানসম্পন্ন কম্বল পেয়ে আনন্দ প্রকাশ করেছেন হতদরিদ্র মানুষগুলো। পর্যায়ক্রমে তিনশ’ কম্বল সুবিধাবঞ্চিতদের বাড়িতে পৌঁছে দেয়া হবে বলে জানিয়েছেন সংগঠনের সভাপতি ইব্রাহিম মাহমুদ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category
জনপ্রিয়
সর্বশেষ