গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি রাস্তার মোড়ে গত ২২শে জুলাই বৃহস্পতিবার সন্ধা ৬টার সময় ,এক দোকান্দারের শরীরে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় আরও ৫জনকে পিটিয়ে গুরুত্বর আহত করে, দোকানে ভাংচুর লুটপাট চালায়। খবর পেয়ে শ্রীপুর থানার উপ-পরিদর্শক এসআই নাজমুল ও এসআই অহিদুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করে সত্যতা নিশ্চিত করেছেন।
আহতরা হলেন, শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের উদয়খালী গ্রামের তোফাজ্জল হোসেন, মোজাম্মেল হক,জজ মিয়া, সাখাওয়াত হোসেন, মোঃ আরিফ, সজিব। প্রতিপক্ষের দেওয়া আগুনে আরিফের দেহের বেশিরভাগ অংশ জ্বলছে যাওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট হাসপাতালে রেফাড করেন।
২৬শে জুলাই রাতে আরিফ চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে এলাকায় শোক নেমে আসে।এলাকার সাধারণ জনগন এ ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্ত মুলুক শাস্তি দাবি করেন। অভিযুক্তরা হলেন,তোফাজ্জল সরকার (৪৬),মোফাজ্জল সরকার (৪৪)ও তাইজ উদ্দিন সরকার (৫০) সর্ব পিতা- ফালু সরকার ইউনিয়ন তেলিহাটি, থানা- শ্রীপুর।
পরিদর্শক (তদন্ত) আরও জানান, এ ঘটনায় দোকান মালিক মোজাম্মেল হোসেনের ভাই তোফাজ্জল হোসেন বাদী হয়ে তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০-১২ জনকে অভিযুক্ত করে শুক্রবার সকালে শ্রীপুর থানায় মামলা করেন।
পুলিশের একাধিক টিম আসামিদের গ্রেফতারে কাজ শুরু করছে।
মামলার পর থেকে আসামিরা পলাতক রয়েছেন বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।