শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের মির্জাপুর গ্রামে প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে শীলা ভট্টাচার্য্য (৭০) ও বেনু ভট্টাচার্য্য (৬২) দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে।
গতকাল বুধবার রাতে মির্জাপুরের নিজ বাড়িতেই শীলা ভট্টাচার্যেের মৃত্য হয়। বড় বোনের মৃত্যুর ২ ঘন্টা পর মারা যান বেনু ভট্টাচার্য্য।
পরিবারিক সূত্রে জানা যায়, বেনু ভট্টাচার্য্য করোনায় আক্রান্ত হয়ে ৮ দিন মৌলভীবাজার সদর হাসপাতালে আইসিইউতে থেকে চিকিৎসা নিয়ে গতকাল বুধবার রাত সাড়ে ৯ টায় নিজ বাসায় ফিরেছিলেন। বেনু ভট্টাচার্যের স্ত্রী বাসনা ভট্টাচার্য ও বড় বোন শীলা ভট্টাচার্য্য করোনায় আক্রান্ত হয়ে নিজ বাসায় আইসোলোসনে ছিলেন।
তাঁরা দুই ভাইবোন মির্জাপুর গ্রামের মৃত অম্বিকাচরন ভট্টাচার্যের সন্তান ছিলেন।
শীলা ভট্টাচার্য ও বেনু ভট্টাচার্য মিজাপুর চা-বাগানের অবসরপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন। কয়েক ঘন্টার ব্যবধানে দুই ভাই বোনের মৃত্যতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আজ বৃহস্পতিবার সকালে উপজেলা সৎকার কমিটি স্বাস্থ্যবিধি মেনে শহরের পৌর শশ্মান ঘাটে তাদের অন্তেষ্ঠিক্রিয়া সম্পূর্ণ করে।