শ্রীমঙ্গল শহরের মৌলভীবাজার রোডে সার্বজনীন দূর্গা মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। চোরেরা মন্দিরে ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র নিয়ে যায়। এসময় মন্দিরের সিসি ক্যামেরা, মনিটর ভেঙ্গে তছনছ করেছে। মান্দিরে রক্ষিত প্রনামী বাক্স ভেঙ্গে নগদ টাকা নিয়ে গেছে।
মঙ্গলবার সকালে শ্রীমঙ্গল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আসন্ন শ্যামা পূজার পূর্ব মুহুর্তে এমন চুরির ঘটনায় সনাতনী ভক্ত সমাজের মাঝে আতংক ও ক্ষোভ বিরাজ করছে।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (অপারেশন) নয়ন কারকুন বলেন, এ ঘটনায় পুলিশ তদন্ত করছে। খুব দ্রুত চোর দলের সদস্যদের গ্রেফতার করা হবে বলে তিনি জানান।