রবিবার, ০২ এপ্রিল ২০২৩, ০৭:৪২ পূর্বাহ্ন

শ্রীমঙ্গলে মহসীন মিয়া মধু আবারও মেয়র নির্বাচিত
অরবিন্দ দেব, শ্রীমঙ্গল প্রতিনিধি / ১৯৯ ভিউ
সর্বশেষ আপডেট : রবিবার, ০২ এপ্রিল ২০২৩

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দীর্ঘ ১১ বছর পর রোববার ২৮ নভেম্বর পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী নারিকেল গাছ প্রতীকে মহসীন মিয়া মধু ৫৯৮৯ ভোট পেয়ে ৪র্থ বারের মত আবারও বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন।
মহসীন মিয়া মধুর নিকটতম প্রার্থী নৌকা প্রতীক নিয়ে অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক ভোট পেয়েছেন ৫৫৩২ ভোট।বেসরকারিভাবে বর্তমান মেয়র মহসীন মিয়া মধু ৪৫৭ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন।

কাউন্সিলর পদে ৯ টি ওয়ার্ডে বিজয়ী ১ নং ওয়ার্ডের উট পাখি প্রতীকে মোঃ আলখাছ মিয়া তিনি ভোট পেয়েছন ৭১৮ ভোট ।২ নং ওয়ার্ডে পাঞ্জাবি প্রতীকে আব্দুল জব্বার আজাদ তিনি পেয়েছেন ৮৮৭ ভোট পেয়ে বিজয়ী,৩ নং ওয়ার্ডের উট পাখি প্রতীকে হানিফ চৌধুরী ৮৩১ ভোট পেয়ে বিজয়ী।৪ নং ওয়ার্ডের বিনাপ্রতিদ্বিতায় বিজয়ী জাহাঙ্গীর আলম সোহাগ।৫ নং ওয়ার্ডের উট পাখি প্রতীকে মসুদূর রহমান মসুদ তিনি ১০৭৫ ভোট পেয়ে বিজয়ী।৬ নং ওয়ার্ডের উট পাখি প্রতীকে মোঃ আব্দুল করিম ৭৯৪ ভোট পেয়ে বিজয়ী।৭ নং ওয়ার্ডের পাঞ্জাবি প্রতীকে মীর এম এ সালাম ৬৫৯ ভোট পেয়ে বিজয়ী।৮ নং ওয়ার্ডের পাঞ্জাবী প্রতীকে ছাদ উদ্দিন ৯৯৫ ভোট পেয়ে বিজয়ী।৯ নং ওয়ার্ডে উট পাখি প্রতীকে চয়ন কুমার রায় তিনি ৩৮১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১,২ ও ৩ নং ওয়ার্ডে আনারস প্রতীক নিয়ে তানিয়া আক্তার ১১৫২ ভোট পেয়ে বিজয়ী,তবে উক্ত ওয়ার্ডতে মিসেস ফাতেমা আক্তার প্রতীক হারমোনিয়াম নিয়ে ভোট যুদ্ধে এগিয়ে আছেন বলে দাবী করে নির্বাচন কমিশনারের কাছে অভিযোগ করেছেন।
৪,৫,৬ নং ওয়ার্ডে আনারস প্রতীকে রোকেয়া পারভীন পেয়েছেন ২৯৭৩ ভোট পেয়ে বিজয়ী।৭,৮, ৯ ওয়ার্ডে আনারস প্রতীক নিয়ে শারমিন জাহান বিজয়ী,তিনি ১৮৮৮ ভোট পেয়ে বিজয়ী।
বৈধ ভোট পড়েছে ১১৭৪২,বাতিলকৃত ভোট পড়েছে ৩১,সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা ১১,৭৭৩ ভোট।

নির্বাচনে কোথায়ও কোন বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং নারী ভোটারা ছিল পুরুষের তুলনায় বেশি উপস্থিতি ।

রাতে মৌলভীবাজার জেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসেন বেসরকারি ভাবে ফলাফল ঘোষণা করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category
জনপ্রিয়
সর্বশেষ