শ্রীমঙ্গল প্রেসক্লাবে নিরাপদ সড়ক চাই (নিসচা)’র ২৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
বুধবার সন্ধ্যা ৬টায় শ্রীমঙ্গল প্রেসক্লাবের হলরুমে নিসচার শ্রীমঙ্গল উপজেলা শাখার উপদেষ্টা এ এন এম ওয়াহিদুজ্জামান এর সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগের সাবেক স্বাস্থ্য পরিচালক, নিসচার আজীবন সদস্য ও নিসচার উপদেষ্টা ডা. হরিপদ রায়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, মৌলভীবাজার জেলা প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির সভাপতি জহর তরপদার।
কম্বল বিতরণ ও আলোচনা সভায় নিরাপদ সড়ক চাই (নিসচা)’র উপজেলা শাখার সভাপতি আমজাদ হোসেন রনি সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ন সম্পাদক অর্জুন ঘোষ, নিসচার দপ্তর সম্পাদক দুলু মিয়া, শিক্ষক আবুল কাশেম প্রমুখ।