নোয়াখালীর কবিরহাটের মোঃ সৈকত (১৮) চট্টগ্রামে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পা হারিয়ে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন আছে।
সড়ক দুর্ঘটনায় আহত সৈকত কবিরহাট উপজেলার নর সিংহপুর গ্রামের চৌকিদার বাড়ীর মোঃ সেলিমের ছেলে।
ইতিমধ্যে অপারেশন করে তার ডান পায়ের হাঁটুর নিন্মাংশ কেটে ফেলতে হয়েছে। সৈকতের দরিদ্র পিতা ছেলের এমন করুন অবস্থায় হতবিহ্বল হয়ে পডেন। দূর্ঘটনায় পতিত অপর পায়ের অবস্থাও সুবিধাজনক নয়। সৈকতের দীর্ঘ মেয়াদী চিকিৎসা এবং নতুন পা সংযোজন করতে অনেক টাকার প্রয়োজন। যার ব্যায়ভার তার গরিব পরিবারের পক্ষে বহন করা সম্ভব হচ্ছে না।
তাই সৈকতের পরিবার তার চিকিৎসার জন্য সমাজের বিত্তবানদের কাছে আর্থিক সহযোগীতা চেয়েছেন। সকলের সহযোগীতায় সৈকত আবার নতুন করে বাঁচতে চায়।
সৈকতের বর্তমান অবস্থানঃ
পঙ্গু হাসপাতাল, ঢাকা,পুরাতন বিল্ডিং,
EF ওয়ার্ড, ৩য় তলা।
সাহায্য পাঠানোর ঠিকানাঃ
বিকাশ নংঃ 01879067278