আরও শুনতে পাচ্ছি এই মাওলানার হাতেই ইসলাম গ্রহণ করেছিলেন শহীদ ওমর ফারুক ত্রিপুরা। এছাড়া তিনি মাসের পর মাস কাটিয়ে দেন, রহিঙ্গা ক্যাম্প ও পার্বত্য অঞ্চলে দাওয়াহ ও জনসেবামূলক কাজে।
দুঃখের বিষয় হচ্ছে মাওলানা গুনবী সাত দিন যাবত নিখোঁজ। কোথাও তার সন্ধান নেই। মানবাধিকার সংগঠনগুলোকেও তাঁর ব্যাপারে নিরব ভূমিকা পালন করতে দেখছি, যা দুঃখজনক। আশা করবো তারা এগিয়ে আসবেন। কোন প্রকার রেসিস্ট আচরণ হিউম্যান রাইটস অর্গানাইজেশন গুলোর কাছে কাম্য নয়। শুধু মাত্র একটি মানবাধিকার সংস্থা
সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটি এর চেয়ারম্যান আনোয়ার-ই- তাসলিমা প্রথা। এর সন্ধান চেয়েছেন এক বিবৃতিতে তিনি বলেন আবারো হয়েছে গুম
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় দিয়ে ইসলামী বক্তা মাহমুদুল হাসান গুনবী’কে তুলে নেওয়া হয়েছে। অথচ আজ সাত দিন অতিবাহিত হয়ে গেলেও সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনী এখনো নীরব। এমনকি উনাকে এখন পর্যন্ত গ্রেফতার দেখানো হচ্ছে না।
গুম মারাত্মক মানবতাবিরোধী একটি অপরাধ। অথচ এটা হাত থেকে আমাদের রক্ষা মিলবে কবে?
আমরা কোনভাবেই এটাকে মেনে নিতে পারি না।
ওনার স্ত্রী এবং নাবালক সন্তানরা দারে দারে ঘুরছে আইনী সহায়তার জন্য অথচ কোনো সমাধান পাচ্ছেনা।
আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সরকারের সর্বোচ্চ পর্যায়ে অনুরোধ ওনাকে সুস্থ ভাবে ওনার পরিবারের কাছে ফেরত দিতে ব্যবস্থা নেওয়া হোক।