‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার শিক্ষার মান উন্নয়ন ও প্রসার ঘটাতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’
২৮ ফেব্রুয়ারি মঙ্গলবার মেঘনা সরকারি মানিকারচর বঙ্গবন্ধু ডিগ্রী কলেজের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও নবীন বরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে দাউদকান্দি মেঘনা আসনের সাংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সভাপতি মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূইয়া একথা বলেন।
মেঘনা উপজেলা নির্বাহী অফিসার রাবেয়া আক্তারের সভাপতিত্বে, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এমপি সুবিদ আলী ভূঁইয়ার সহধর্মিনী বিশিষ্ট শিক্ষা অনুরাগী সমাজসেবক মাহমুদা ভূঁইয়া, মেঘনা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সাইফুল্লাহ মিয়া রতন সিকদার,সহকারি কমিশনার (ভূমি) লিটন চন্দ্র দে, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ গোলাম ফারুক, সরকারি মানিকারচর বঙ্গবন্ধু ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ খাইরুল ইসলাম, উপজেলা আওয়ামী মহিলালীগের সভাপতি হালিমা রহমান,রাধানগর ইউনিয়ন চেয়ারম্যান মজিবুর রহমান (মুজিব),চালিভাঙ্গা ইউনিয়ন চেয়ারম্যান হুমায়ুন কবিরসহ আরও অনেকে।