জামালপুরের সরিষাবাড়ীতে বৃহস্পতিবার দুপুরে তাল গাছ থেকে তাল পাড়তে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে এক শ্রমিকর মত্যু হয়েছে। ঘটনাস্থলে গিয়ে জানা যায়, উপজেলার কামরাবাদ ইউনিয়নের বীর বড়বাড়িয়া গ্রামের মৃত হাসান সর্দারের পুত্র মোজাম্মেল হক এক সপ্তাহ আগে তাল ব্যবসায়ীর কাছে গাছে তাল বিক্রি করেন। বৃহস্পতিবার দুপুরে ডোয়াইল ইউনিয়নের চাপারকোনা গ্রামে মৃত সইঞ্চা মিয়ার ছেলে আঃ আজিজ (৪৫) ক্রয়কৃত তাল পাড়তে গাছে উঠেন। এ সময় তাল গাছের ডাল বিদ্যুতিক তাঁরের সাথে স্পর্শ করলে ঘটনা স্থলেই মারা যায়। এলাকাবাসী ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসলেও উনতমানের যন্ত্রপাতি (লাড্রার) না থাকায় লাশটি নামাতে পারেনি সরিষাবাড়ী ফায়ার সার্ভিস। এ সময় লাশটি প্রায় ৩ ঘটা তাল গাছে ঝুলে থাকে। পরবর্তীতে জামালপুর ফায়ার সার্ভিস কে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌছে প্রায় এক ঘটা চেষ্টার পর লাশটিকে নিচে নামাতে সক্ষম হন। এ ব্যাপার সরিষাবাড়ী থানার এসআই বশির উদ্দিন জানান, ফায়ার সার্ভিস এর সহযাগীতায় লাশটি ঘটনাস্থল থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। কোন অভিযাগ না থাকায় লাশটি পরিবারের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।