সংকটে, সংগ্রামে ও অর্জনে গণমানুষের পাশে আওয়ামী লীগ এই স্লোগানকে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়ীতে বাংলাদেশ আওয়ামী লীগের ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে পিংনা ইউনিয়ন যুবলীগের উদ্যোগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা এবং কেক কাটা হয়। দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে একটি আনন্দ র্যালী বের করা হয়। র্যালিটি পিংনা ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয়ে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। এসময় বক্তব্য রাখেন, পিংনা ইউনিয়ন যুবলীগের সভাপতি সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক সেলিম আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল হক সজনু, সাংগঠনিক সম্পাদক আসাদুল আলম জুবেল প্রমুখ।