আজ সরিষাবাড়ী রিপোর্টার্স ক্লাবের সুযোগ্য সভাপতি ও জাতীয় দৈনিক বর্তমান খবর পত্রিকার উপজেলা প্রতিনিধি মোঃ গুলজার হোসেনের ৪৩তম জন্মবার্ষিকী পালিত হল।
মঙ্গলবার(১৩ জুলাই) সকালে ক্লাবের সাংবাদিকদের উপস্থিতিতে জাতীয় দৈনিক গণকণ্ঠ ও বাংলার চোখ পত্রিকার উপজেলা প্রতিনিধি মোঃ রাজু আহমেদ রনি’র আয়োজনে ভালবাসার রং মাখানো কেক কেটে এ জন্মদিন পালন করা হয়।
জন্মদিনের আনন্দঘন মুহূর্তে এ সময় উপস্থিত ছিলেন সরিষাবাড়ী রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হোসেন (দৈনিক বর্তমান কথা), যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান (দৈনিক আলোকিত সকাল), কোষাধ্যক্ষ রাইসুল ইসলাম (দৈনিক আমার সংবাদ), নির্বাহী সদস্য রবিউল ইসলাম (দৈনিক উর্মি বাংলা), রাজু আহমেদ রনি (দৈনিক বাংলার চোখ) ও আব্দুর রাজ্জাক (দৈনিক এশিয়া বাণী) সহ দৈনিক লাখো কন্ঠ পত্রিকার উপজেলা প্রতিনিধি স্বপন মাহমুদ প্রমুখ।
উল্লেখ যে,বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস সংক্রমণ রোধকল্পে সামাজিক দূরত্ব ও মাস্ক পরিধান সল্প সময়ের জন্য বিরত ছিল এবং লকডাউনের কারণে ঘরোয়া পরিবেশে অতিদ্রুত অনুষ্ঠানটি সমাপ্ত করা হয়।