জামালপুরের সরিষাবাড়ীতে ৩নং ডোয়াইল ইউনিয়ন কৃষকলীগের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
(১৫ জুন) মঙ্গলবার বিকালে উপজেলার ৩নং ডোয়াইল ইউনিয়নের চাপারকোনা মহেশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের হল রুমে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলার ৩নং ডোয়াইল ইউনিয়নের ৯টি ওয়ার্ডের কৃষকলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় পরিচিতি সভায় বাকী থাকা ৪নং চাপারকোনা ওয়ার্ডের সভাপতি এবং সাধারণ সম্পাদক নির্ধারণ করা হয়।
এ সময় ইউনিয়ন কৃষকলীগের আহব্বায়ক রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে ও ইউনিয়ন কৃষকলীগের যুগ্ন আহব্বায়ক হেদায়াতুল ইসলাম হেদায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা কৃষক লীগের সভাপতি জয়নাল আবেদনী তারা, সাধারন সম্পাদক আনোয়ার হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এনামুল হক, সাধারন সম্পাদক অজয় কুমার, ইউপি চেয়ারম্যান নাছির উদ্দিন রতন, আসন্ন ডোয়াইল ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আব্দুল জলিল ফকিরসহ ৯টি ওয়ার্ড কৃষকলীগের সভাপতি ও সাধারন সম্পাদক-দুদু মিয়া।
এছাড়া আরও উপস্থিত ছিলেন আলমাছ মিয়া, হেলাল উদ্দিন, দোলন মিয়া, চাঁন মিয়া, হেলাল উদ্দিন, ফজলুল হক, বাবলু মিয়া, আব্দুল হাই, করিম মিয়া, মোশারফ হোসেন, শিবলু মিয়াসহ ইউনিয়নের কৃষকলীগ, তাঁতীলীগ, ছাত্রলীগের সকল অঙ্গসহযোগী নেতৃবৃন্দরা।