জামালপুরের সরিষাবাড়ীতে উপজেলা পরিষদ চেয়ারম্যানের সরকারী বাসভবন এবং উপজেলা পরিষদের গেট নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আলহাজ্ব ড়াঃ মুরাদ হাসান এমপি। গত (১২ জুন) শনিবার দুপুরে উপেজলা পরিষদে এসব নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন। এ সময় পরিষদ চেয়ারম্যানের বাসভবন, পরিষদ প্রবেশ পথের প্রধান গেট এবং আমার বাড়ি আমার খামার প্রকল্প ও পল্লী সঞ্চয় ব্যাংকের দ্বিতলা ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম মানিক, উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহমেদ, সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মীর রকিবুল ইসলাম, কাউন্সিলর সাখাওয়াত হোসেন মুকুল, পিংনা ইউনিয়ন যুবলীগের সভাপতি সিদ্দিকুর রহমান সিদ্দিক, সাধারণ সম্পাদক সেলিম আল মামুনসহ উপেজলা আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দরা ।