বটিয়াঘাটা উপজেলার অডিটরিয়াম কেএমএসএস এর উদ্যোগে সেবা প্রক্রিয়া সহজিকরন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় ।
বটিয়াঘাটা উপজেলার চেয়ারম্যান আশরাফুল আলম খাঁনের স্বভাপতিত্বে সভার কার্যক্রম অনুস্ঠিত হয়, প্রধান অতিথি ছিলেন( উপ- সচিব) উপ পরিচালক স্থানীয় সরকারে জেলা প্রশাসকের কার্যালয়, খুলনা । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খান মোতাহার হোসেন উপ পরিচালক সমাজসেবা অধিদপ্তর খুলনা, রিসোর্স পার্সোন মোঃ আকমল হোসেন,নির্বাহি প্রকৌশলী জনস্বাস্থ্য অধিপ্তর খুলনা, কাজী বাবর আলী(পিসি) খুলনা মুক্তি সেবা সংস্থা (কেএমএসএস) ।হাসনাহেনা উপ -পরিচালক জেলা মহিলা অধিদপ্তর খুলনা । ডাঃ মোঃ মিজানুর রহমান বটিয়াঘাটা উপজেলা সাস্থ কমপ্লেক্স । সেলিনা খাতুন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বটিয়াঘাটা খুলনা ।
আরো উপস্থিত ছিলেন ২নং বটিয়াঘাটা ইউনিয়নের চেয়ারম্যান পল্লব বিশ্বাস (রিটু), ৪নং সুরখালী ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেন(লিটু) ৫নং ভান্ডারকোট ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ ওবায়দুল্লাহ শেখ (ওবায়দুল) ৬নং বালিয়াডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান শেখ আসাবুর রহমান (আসাব) ।
আরো অংশগ্রহণ করেন সংস্লিষ্ট দফতরের সরকারী কর্মকর্তা কর্মচারী জনপ্রতিনিধি সিএসজি এবং ইউপি সচিববৃন্দ, বাস্তবায়নে খুলনা মুক্তি সেবা সংস্থা (কেএমএসএস)
অংশগ্রহনকারীগন সামাজিক নিরাপত্তা কর্মসূচি, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা এবং নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থাপনা বিষয়ে বঞ্চিত জনের অধিকার Excluded People’s Rights In Bangladesh প্রকল্পের অন্তভুক্ত -জন প্রথিষ্ঠন সম্যুহো শক্তিশালী করন Strengthening Public Lnstitutioms কার্যক্রম বিষয়ে প্রশিক্ষণ দেয়া ও মতামতের উপর গ্রহণ করা এবং আলোচনা করা হয় ।
কাজী বাবর আলী (পিসি)
সমাপনী বক্তব্য রাখেন আফরোজা আখতার মন্জু , পরিচালক খুলনা মুক্তি সেবা সংস্থা (কেএমএসএস) । অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন শামীমা পারভিন (কেয়া) ।