দীর্ঘ দের মাস পূর্বে কুমিল্লা জেলার তিতাস উপজেলার রসূলপুর গ্রামের মুড়ি বিক্রেতা মহিউদ্দিনের বসতি ঘরে আগুন লেগে ঘরে থাকার ব্যবসা করার টাকা, ঘরের আসবাবপত্রসহ মালামাল আগুনে পুড়ে ছাই হয়ে যায়। পরনের কাপর ছাড়া তার আর কিছুই ছিলোনা বলে জানা যায়। দুই সন্তান ও স্ত্রীকে নিয়ে মানুষের বাড়িতে গিয়ে থাকতে হতো মহিউদ্দিনকে। এমন খবর পেয়ে সামাজিক উন্নয়ন মূলক সংস্থা ‘স্যাইল্যান্ট হ্যান্ডস সাপোর্ট ছুটে আসেন মহিউদ্দিনকে সহযোগীতা করতে। ৫ জুন বুধবার সংস্থাটি মহিউদ্দিনের পরিবারের পুনবাসনের জন্য একটি বসত ঘর, একটি রান্না ঘর, একটি টিউবওয়েল এবং একটি পাকা টয়লেট তৈরি করে আনুষ্ঠানিক ভাবে বোঝিয়ে দেন । এসময় উপস্থিত ছিলেন গৌরিপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মোঃ সাইফুল ইসলাম, স্যাইল্যান্ট হ্যান্ডস সাপোর্ট এর ভাইস চেয়ারম্যান মোঃ নাহিদুল ইসলাম ও কুমিল্লার আঞ্চুলিক প্রতিনিধী মোঃ নুরুদ্দিন।