রবিবার, ০২ এপ্রিল ২০২৩, ০৮:৪০ পূর্বাহ্ন

সড়ক দুর্ঘটনায় নিহতো ১
তরুণ মন্ডল, বটিয়াঘাটায় প্রতিনিধি / ৪৫ ভিউ
সর্বশেষ আপডেট : রবিবার, ০২ এপ্রিল ২০২৩

সোমবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বাগেরহাটের মোরেলগঞ্জের মো. কাউসার হোসেনের ছেলে হাফেজ শরিফুল ইসলাম (২৩)। তিনি রাজবাঁধ নুরানি হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক ছিলেন। অপরজন খুলনার ডুমুরিয়ার মো মোস্তফার ছেলে মো. বেলাল হোসেন (২৪)। তিনি রাজবাঁধ আয়েশাবাদ জামে মসজিদের মোয়াজ্জিন ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, সোমবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে মহানগরীর হোগলাডাঙ্গা প্রগতি স্কুলের সামনের মোড়ে বেপরোয়া একটি বাসের চাপায় তারা নিহত হন। ঘটনার পর থেকে প্রায় ঘণ্টাখানেক খুলনা-সাতক্ষীরা মহাসড়ক অবরোধ করে রাখেন এলাকাবাসী।
স্থানীয়রা জানান, নিহতরা রাজবাঁধের ভেতর থেকে মেইন রোডে মোটরসাইকেলে উঠে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় টুঙ্গিপাড়া এক্সপ্রেসের গাড়ি সাতক্ষীরার দিক থেকে খুলনার দিকে আসছিল। একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে ওই মোটরসাইকেলকে ধাক্কা দেয় বাসটি। এতে দুজনেই মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category
জনপ্রিয়
সর্বশেষ