চট্টগ্রাম জেলার হাটহাজারী মডেল থানার অফিসার ইনর্চাজ মোঃ রফিকুল ইসলামের উদ্যোগে
পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে হাটহাজারী উপজেলার প্রায় দুই শতাধিক মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যগণকে ঈদ শুভেচ্ছা উপহার হিসেবে শাড়ি লুঙ্গি পাঞ্জাবী বিতরণ করেন হাটহাজারী মডেল থানার অফিসার ইনর্চাজ মোঃ রফিকুল ইসলাম।
ওসি মোঃ রফিকুল ইসলাম বলেন,
অসম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা এসময় যেকোনো মূল্যে স্বাধীন বাংলাদেশের মাটি থেকে ধর্মের নামে সন্ত্রাসী কার্যকলাপসহ রাষ্ট্রবিরোধী যেকোনো কর্মকাণ্ড প্রতিহত করার দৃঢ় প্রত্যয় রয়েছে তাদের মধ্যে। তারা বীর মুক্তিযোদ্ধাদের উত্তরসূরি এবং ভবিষ্যত প্রজন্মকে এক্ষেত্রে নেতৃত্ব দেবে। তাদেরকে সম্মানিত করতে পেরে আমি গর্বিত মনে করছি নিজেকে, ঈদ উল ফিতর সকলের মাঝে বয়ে আনুক আনন্দ খুশির বন্যা সকলকে ঈদ মোবারক।
মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারের সদস্যরা ঈদ উপহার সামগ্রী পেয়ে জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও হাটহাজারী মডেল থানার অফিসার ইনর্চাজ মোঃ রফিকুল ইসলামের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।