কুমিল্লার হোমনায় করোনা ভাইরাস প্রতিরোধে প্রত্যেকের মাস্ক পরা নিশ্চিত করতে অভিযান চালিয়েছে থানা পুলিশ। আজ রবিবার দুপুর ১টায় উপজেলার চৌরাস্তা মোড় হতে কাঁচাবাজার,বাসস্ট্যান্ড মোড়সহ জনগুরুত্বপূর্ণ স্থানে এ অভিযান চালানো হয়।
হোমনা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শামীম সরকার এর নেতৃত্বে অভিযানে অংশগ্রহণ করেন বাংলাদেশ পুলিশ জেলা বিশেষ শাখার সদস্য (ডিএসবি) মো. হানিফ মিয়া,পুলিশ সদস্য জহিরুল ইসলাম, মো. ওসমান মিয়া, হাসান মিয়া, সেলিম মিয়া, মেহেদি হাসান, আবুল হোসেন, সোহেল মিয়া।
হোমনা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শামীম সরকার বলেন, বিভিন্ন হাট-বাজারে ও যানবাহনে সর্বসাধারণকে মাস্ক পরা নিশ্চিত করতে পুলিশের এ অভিযান শুরু হয়েছে। অভিযানে সামাজিক দূরত্ব বজায় রেখে সবাইকে মাস্ক পরে চলাচল করতে উদ্বুদ্ধ করা হয়।