আগামী নভেম্বর মাসের ২৮ তারিখে অনুষ্ঠিত ৩য় ধাপের আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন।গত ২২ অক্টোবর দুপুর ১১ টায় মন্ত্রীপরিষদ এর জরুরি বৈঠক এ এসব ইউনিয়নের প্রার্থীদের নাম চুড়ান্ত অনুমোদন দেন মন্ত্রীপরিষদের সদস্যগন।
বাঘারপাড়া উপজেলার ৯টি ইউনিয়নে আওয়ামী লীগ থেকে মনোনীত হয়েছেন যারা,
জহুরপুর-মোঃ আসাদুজ্জামান।
বন্দবিলা-সনজিৎ কুমার বিশ্বাস।
রায়পুর-মোঃ বিল্লাল হোসেন।
নারিকেলবাড়ীয়া-বাবলু কুমার সাহা।
ধলগ্রাম-রবিউল ইসলাম।
দোহাকুলা-ওহিদুর রহমান,আবু মোতালেব।
দরাজহাট-মোঃ জাকির হোসেন।
বাসুয়াড়ী-আমিনুর সর্দার।
জামদিয়া-শেখ আরিফুল ইসলাম তিব্বত।