বৈশ্বিক মহামারি চলছে বছর পেরুলো। সারা বিশ্ব্যেই মানুষগুলো আজ অসহায়। দেশে নিন্মবিত্ত ও মধ্যবিত্ত পরিবারগুলো বেশি বিপাকে পরেছে। অনেকে হারিয়েছেন চাকরি,অনেকের ব্যবসা মন্দার প্রভাবে ঋণের দায়ে নিঃস্ব হওয়ার পথে। কে কাকে সাহায্য করবে,এমন দুদোল্যমান অবস্থায়ও কিছু কিছু মানুষ নিজ নিজ উদ্যোগে পাশে দাঁড়িয়েছে অসহায় মানুষের। আজ শনিবার( ২৯ মে,২০২১খ্রি.) উত্তর সতানন্দী গ্রামের সংযুক্ত আরব আমিরাত প্রবাসি মো.জিয়াউল হক জিয়া নিজ উদ্যোগে বাড়াগাঁও,উত্তর সতানন্দী ও পশ্চিম হাসানপুর গ্রামের লকডাউনের কারণে কর্মহীন হয়ে পরা ৫২ জন পরিবারের মাঝে জনপ্রতি দেড় হাজার করে সর্বমোট ৭৮ হাজার টাকা প্রদান করেন। এসময় সাথে ছিলেন ব্যাংকার কাউয়ুম সরকার,আব্দুর রহিম ও আব্দুস সালাম মাস্টার প্রমুখ।