মেহেদী হাসান রিপন :- সন্তান আপনার সঠিক ভাবে গড়ে দেওয়ার দায়িত্ব আমাদের” এই স্লোগানকে সামনে রেখে যশোরের বাঘারপাড়া উপজেলার নারিকেলবাড়ীয়া ইউনিয়নের ধুপখালী গ্রামে অবস্থিত আমেরিকা প্রবাসী জনাব লিয়াকত ই ইলাহী’র হাতে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান ইবিএম স্কুল।এই স্কুলে লেখাপড়া করে প্রায় ১০০ জন শিশু শিক্ষার্থী।শিক্ষার্থীদপর জন্য প্রতি বছর কোননা কোন উপহার নিয়ে হাজির হন প্রতিষ্ঠানটির কতৃপক্ষরা।১৮ সেপ্টেম্বর বুধবার প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের মাঝে তাদের বৃত্তির টাকা প্রদান করা হয়।মেধাবী সকল শিক্ষার্থীদের মাঝে নিজে উপস্থিত থেকে নিজ হাতে উপবৃত্তির টাকা শিক্ষার্থীদের হাতে তুলে দেন প্রতিষ্ঠানটির পরিচালক জনাব আবু হুরাইরা(পিকুল হোসেন)
এসময় আরও উপস্থিত ছিলেন, সকল শিক্ষার্থীদের পিতা মাতা স্কুলের শিক্ষকবৃন্দ সহ গ্রামবাসী।প্রতিষ্ঠানটির পরিচালক আবু হুরাইরা অভিভাবকদের উদ্যেশ্যে বলেন,আপনার সন্তানকে বেশি লেখাপড়ার জন্য চাপ দিবেন না কখনো খারাপ দিকে যেতে দিবেন না এমনকি মোবাইলও চালাতে দিবেন,কারন যখন আপনার সন্তান মোবাইলের উপর আক্রোশ হবে তখন আর লেখাপড়া করতে চাইবে না।সবসময় একটা কথা মনে রাখবেন,শিক্ষায় জাতির মেরুদণ্ড,সন্তান আমার ভবিষ্যৎ।